১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে দখলদারি পাকিস্থানীদের বিরূদ্ধে টানা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছি অমূল্য স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন ভূখন্ড, বাতাসে উড্ডীয়মান একটি স্বাধীন পতাকা।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একাডেমি প্রশাসন আয়োজন করে এই মহতী আয়োজন। আনুষ্ঠানিকতার সূচনা ঘটে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। পরবর্তীতে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, "প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে নিবেদিতভাবে কর্তব্য পালন করলে সেটাই হবে আমাদের সর্বোৎকৃষ্ট দেশসেবা।" অধ্যক্ষ মহোদয় একাডেমির সকল কর্মকর্তা ও কর্মচারীকে ন্যায়-নিষ্ঠা ও পবিত্রতার সাথে নিজের দ্বায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাংলাদেশের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে সকলকে বিজয়ী শুভেচ্ছা জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।